Home » ভালোবাসা দিবসে বিশেষ ‘পাঁচফোড়ন’
বিনোদন লিড নিউজ

ভালোবাসা দিবসে বিশেষ ‘পাঁচফোড়ন’

স্টাফ রিপোর্টার:

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমান নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের এইসব বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। পাঁচফোড়নের প্রতিটি পর্বেই নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। দেশের তারকা শিল্পীরা বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে দুই প্রতিবেশী প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন অভিনয় তারকা মীর সাব্বির ও সুমাইয়া শিমু। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন সুমী শবনম। অনুষ্ঠানে ‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে আর একটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দীপাসঞ্চালনার পাশাপাশি মীর সাব্বির ও সুমাইয়া শিমুকে দিয়ে চিত্রায়ন করা হয়েছে একটি ভালোবাসার গান। রয়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জারুলছড়ি গ্রামের মন শান্তি চাকমা নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির বাদ্যযন্ত্র ছাড়া একক কণ্ঠে অসাধারণ দ্বৈত সংগীত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর ভাটেরখীল গ্রামে ১৩০ বছর ধরে শীতে গ্রামের কয়েক হাজার মানুষকে একদিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হচ্ছে। এই অভিনব উদ্যোগের উপর রয়েছে সমসাময়িক প্রতিবেদন। রয়েছে ভালোবাসার উপর মজার নাট্যাংশ। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ই ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে

Featured