Home » বিমানবন্দরে কী কথা হলো শাকিব খান- শোয়েব মালিকের
খেলাধুলা চলচ্চিত্র বিনোদন বিনোদনধারা লিড নিউজ

বিমানবন্দরে কী কথা হলো শাকিব খান- শোয়েব মালিকের

একই বিমানে এসেছেন, অথচ দেখা হয়নি দুজনের। অবশেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেখা। সেখানেই কুশলাদি বিনিময় করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। আলাপচারিতায় উঠে আসে দুজনের দু-অঙ্গনের নানা বিষয়।

দেখা হতেই একে অপরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন শাকিব ও শোয়েব। এ সময় বাংলাদেশি নায়ক পাকিস্তানি ক্রিকেটারকে বলেন, আমরা তো একই ফ্লাইটে ছিলাম। জবাবে শোয়েব বলেন, সেটাই তো দেখছি। তিনি বলেন, আমি ছিলাম বিজনেস ক্লাসে। এ সময় শাকিব বলেন, আমার টিকিট করা ছিল ফার্স্ট ক্লাসে, তাই দেখা হয়নি।

প্রসঙ্গত, ওই সময় রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে ঢাকায় আসছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। ওইদিন রংপুর রাইডার্সের একজন কর্মকর্তা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে শাকিব খানকে দেখিয়ে  শোয়েব মালিককে বলেন, উনি শাকিব খান, বাংলাদেশের নাম্বার ওয়ান ফিল্ম সুপারস্টার।

এ সময় শোয়েব মালিক বলেন, আমি তাকে চিনি। পাকিস্তানি ক্রিকেটার উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে বললেন, শাকিব ভাই, কেমন আছেন? আপনি না যুক্তরাষ্ট্রে ছিলেন?

জবাবে শাকিব খান বলেন, আমি ভালো আছি। কিন্তু আমি যে যুক্তরাষ্ট্রে ছিলাম, সেটা আপনি জানলেন কীভাবে? পাক ক্রিকেটার বলেন, আমি জেনেছি। এর পর দুজনের মধ্যে হাসাহাসি।

প্রাথমিক পরিচয়পর্ব শেষ করে মিনিট পাঁচেকের মতো কথাও বলেন দুজন। সেখানে একে অপরের কুশলাদি জানতে চান। এ ছাড়া আলোচনায় চলচ্চিত্র ও ক্রিকেট প্রসঙ্গে নানা কথা উঠে আসে।

 

বিনোদনধারা/ফরিদুল আলম ফরিদ

Featured