শোয়েব মালিক শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে যখন মাঠে নামলেন তখন গড়ে ফেললেন বিশাল এক কৃতী।
টি-টোয়েন্টি এর ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০০তম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মালিক। এ কারণে তার দল রংপুর রাইডার্স শোয়েব মালিককে দিয়েছে বিশেষ এক সম্মাননা। ঢাকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে মিরপুর শের-ই বাংলার স্টেডিয়ামে পেয়েছেন সতীর্থদের ‘গার্ড অব অনার’।
৫০০ তম ম্যাচে ব্যাট করার আগ পর্যন্ত ১২ হাজার ২৮০ রান করেছেন মালিক। পাশাপাশি ১৬২ উইকেট শিকার করেছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার কাইরন পোলার্ড (৬১৪টি) এবং ডোয়াইন ব্রাভো (৫৫৬টি) এ রেকর্ড গড়েছেন।
Add Comment