তিনি বলেন, “শাহরুখ খান নিজের মেয়ের সঙ্গে ওই ‘বেশরম’ গান দেখুন আগে।”
তিনি বলেন, “ছবি দেখার পরে শাহরুখ নিজের মেয়ের সঙ্গে ছবি দিন। তারপরে কথা হবে।”সে সময় মুখে কোনও কথা না বললেও এবার কাজ করে দেখালেন শাহরুখ।
সোমবার যশ রাজ স্টুডিওতে সপরিবারে পৌঁছলেন শাহরুখ। ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও স্ত্রী গৌরী খানকে নিয়ে দেখলেন ‘পাঠান’। একেবারে খোশমেজাজেই দেখা গেল খান পরিবারকে। বাবার সঙ্গে ম্যাচিং করে পোশাকে সাজেন সুহানা। যদিও ছবি দেখে বের হওয়ার সময় কোনও প্রতিক্রিয়া দেয়নি সুহানা-আরিয়ানের কেউ-ই।
২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন শাহরুখ খানের। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’। দেশে নয়, বিদেশের মাটিতে।
বিনোদনধারা/ফরিদুল আলম ফরিদ
Add Comment