ফরহাদ হোসেন মজুমদার:নিঝুম রুবিনা ও চিত্রনায়ক অন্তরকে নিয়ে ‘বন্ধু তুই আমার’-এর শুটিং শুরু করলেন পরিচালক “বন্ধু তুই আমার”আনোয়ার শিকদার বলেন,আজকে থেকে তিনশ ফিট ডাক্তারবাড়ীসহ পূর্বাঞ্চলের বিভিন্ন লোকেশনে স্যুটিং চলবে ৩০ জানুয়ারি পযন্ত।
এই লটের নায়িকা নিঝুম রুবিনা,নায়ক অন্তর,ইরা শিকদার,তানভীর তনু জুটি অংশ নিয়েছেন।
বন্ধু তুই আমার সিনেমাটিতে আরও রয়েছেন শাহনুর, বড়দা মিঠু,রেবেকা, শফিক খান দিলু,দুলারী,সরল হাসমত,জ্যাকি আলমগীর, সুমাইয়া, কৌতুক অভিনেতা শাহিন,সুরাইয়া ও প্রাণ রায়সহ অনেকে।প্রযোজনায় আছেন রেনস মাল্টিমিডিয়া। কাহিনী, সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনায় আনোয়ার শিকদার।
আনোয়ার শিকদারের “বন্ধু তুই আমার”

Add Comment