Home » ‘দীপ্ত টিভি’তে কাজী রিটন এর প্রযোজনায় ‘কাজল রেখা’
টেলিভিশন লিড নিউজ

‘দীপ্ত টিভি’তে কাজী রিটন এর প্রযোজনায় ‘কাজল রেখা’

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ গীতিকা অবলম্বনে অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় ‘দীপ্ত টিভি’তে আসছে ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’। আজ থেকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখানো হবে নাটকটি। নাটকটির নির্মাতা এস এম সালাহ উদ্দিন। তিনি বলেন, আমাদের বাংলার লোক সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। চেষ্টা করছি সবাই মিলে ভালো একটি কাজ করার জন্য। আমাদের দেশের দর্শকদের ভালো একটি গল্প উপহার দেয়ার জন্য। এ কাজের মাধ্যমে একদিন হয়তো ‘সিন্দাবাদ’ বা ‘আলাদীন’র মতো কাজল রেখার নামও দর্শকের মনে স্থান করে নেবে। দর্শকদের ভিন্ন আমেজ দেবে ভিএফএক্স নির্ভর ‘কাজল রেখা’। নাটকে ‘কাজল রেখা’ চরিত্রে অভিনয় করেছেন নাইরুজ সিফাত, সুঁচ রাজার চরিত্রে ইমতু রাতিশ ও কাকন দাসী রূপে অভিনয় করেছেন সৈয়দা শিলা। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।এ ছাড়াও আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মেমি, সৈয়দ শুভ্র, অবিদ রেহান, টুটুল চৌধুরী, আইরিন জাহান বিন্দু প্রমুখ অভিনয় করেছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোডাকশনের ব্যানারে ভিএফএক্স ও গ্রাফিক্সের ওপর ভিত্তি করে নির্মিত নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন।

Featured