তাজবির হাসান : কাজের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্তও মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এর বাইরে সেভাবে ব্যতিক্রম কোনো কথা শেয়ার করতে দেখা যায় না তাকে। কিন্তু এবার এই অভিনেত্রী জানালেন তার আক্ষেপের কথা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। তিনি আরও লিখেছেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে। সবশেষে পূর্ণিমা লেখেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ। তবে, কাকে উদ্দেশ্য করে কিংবা ইঙ্গিত করে এমন কথা লিখেছেন নায়িকা- তা উল্লেখ করেননি তিনি।
পূর্ণিমার আক্ষেপ
14 hours ago
2 Views
1 Min Read
You may also like
চলচ্চিত্র • বিনোদন • বিনোদনধারা • লিড নিউজ
সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
11 hours ago


























Add Comment