Home » ড. ইউনূসের সঙ্গে এনসিপির বৈঠক
লিড নিউজ

ড. ইউনূসের সঙ্গে এনসিপির বৈঠক

ফারুক হোসেন মজুমদার:চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকাল ৫টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।এদিকে এনসিপির পর সন্ধ্যা বৈঠকে করবে জামায়াতে ইসলামী। জামায়াতের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল যমুনায় যাবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।

Featured