Home » ১৮ দিনে ৫০০ কোটির ক্লাবে ঋষভের ‘কানতারা’
চলচ্চিত্র

১৮ দিনে ৫০০ কোটির ক্লাবে ঋষভের ‘কানতারা’

আলী হোসেন আশিক : মাত্র দুই সপ্তাহে বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে দক্ষিণ ভারতের আলোচিত সিনেমা ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। ঋষভ শেঠি পরিচালিত পৌরাণিক অ্যাকশনধর্মী এই ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৫০০ কোটিরও বেশি রুপি, যা এ বছরের অন্যতম বড় বাণিজ্যিক সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।

স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির ১৫তম ও ১৬তম দিনে ছবিটি আয় করেছে যথাক্রমে ৮.৮৫ কোটি ও ৮.৮৫ কোটি রুপি। ১৭তম দিনে, অর্থাৎ শনিবারে, আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২.৫০ কোটি রুপিতে।১৮তম দিনে গতকাল রবিবার ছবিটি ভারতে আয় করেছে ১৭ কোটি রুপির বেশি। সব মিলিয়ে ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’-এর মোট আয় এখন ৫০৬ কোটিরও বেশি।
বিশ্লেষকদের মতে, দীপাবলি উৎসবের সময় এই আয় আরও কয়েক ধাপ উপরে উঠবে।

এর আগে মাত্র ১৮ দিনেই কন্নড় সিনেমাটি পৌঁছে গেছে সেই ৫০০ কোটি রুপি আয়ের অভিজাত তালিকায়, যেখানে আগে জায়গা পেয়েছিল ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’ ও ‘জেলার’।২০২২ সালে মুক্তি পাওয়া ‘কানতারা: আ লিজেন্ড’–এর আগের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই প্রিক্যুয়েলটি। হোম্বলে ফিল্মস প্রযোজিত এই ছবির প্রযোজক বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া। এতে ঋষভ শেঠির পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম ও গুলশান দেব্যায়া।

নির্মাতাদের দাবি, বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ইতোমধ্যেই ৭০০ কোটির ঘর ছাড়িয়েছে।

Featured