Home » পপ তারকা কেটি-ট্রুডোর রোমান্সের শুরু যেভাবে
আন্তর্জাতিক চলচ্চিত্র

পপ তারকা কেটি-ট্রুডোর রোমান্সের শুরু যেভাবে

আলী হোসেন আশিক : বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে আলোচনা এখন তুঙ্গে। গত জুলাই থেকে তাদের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিভিন্ন মহলে। দুইদিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় কেটির ব্যক্তিগত ইয়টে দুজনের চুম্বনরত ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা শুরু হয়।

বেশিরভাগ নেটিজেন বলছেন, তাদের বন্ধুত্ব এখন প্রেমে রূপ নিয়েছে। যদিও কেটি ও ট্রুডো এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে তাদের রোমান্স নিয়ে ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য বিষয়টিকে কিছুটা হলেও স্পষ্ট করেছে।

কেটি পেরির সঙ্গে ঘনিষ্ঠ এমন একটি সূত্র পিপল সাময়িকীকে জানিয়েছে, জুলাই মাসে মন্ট্রিয়লে প্রথম দেখা হয়েছিল কেটি-ট্রুডোর। তখন কেটি তাঁর ‘লাইফটাম ট্যুর’-এ ব্যস্ত ছিলেন। সেইসঙ্গে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ভাঙার ধাক্কা সামলে উঠছিলেন। তাই নতুন সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনা তাঁর ছিল না। কিন্তু ট্রুডোর সঙ্গে প্রথম সাক্ষাতের পর থেকেই এক ধরনের সংযোগ তৈরি হয়।
সূত্রটি আরও জানায়, ট্রুডোকে আকর্ষণীয় মনে করেন কেটি, আর ট্রুডোও অত্যন্ত শ্রদ্ধাশীল আচরণ করেছেন। জুলাইয়ে প্রথম দেখার পর থেকেই নাকি কেটির প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠেন ট্রুডো। এছাড়া, কেটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এমনকি কেটির সঙ্গে দেখা করতে ক্যালিফোর্নিয়ায়ও গেছেন।

আরেকটি সূত্র পিপল সাময়িকীকে জানায়, দুজনের মধ্যে শুরু থেকেই এক ধরনের রসায়ন কাজ করছিল। কেটি এখনও ওয়ার্ল্ড ট্যুরে, আর ট্রুডো প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর নিজের নতুন জীবন নিয়ে ভাবছেন। কিন্তু দুজনেই সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখেন। এই আদর্শের জায়গাটাই তাদের ঘনিষ্ঠ করে তুলেছে।

এদিকে গত রোববার সান্তা বারবারার উপকূলে ইয়টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ পায়। ছবি ছড়িয়ে পরার পর অনেকে বলছেন, এই সম্পর্ক এখন বেশ গভীরে পৌঁছেছে। পেরি ও ট্রুডোর বন্ধুত্ব যে এখন প্রেমে রূপ নিয়েছে, তা আর গোপন নেই।
অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ২০১৬ সালে সম্পর্কে জড়ান কেটি। ২০২০ সালের আগস্টে তাদের ঘরে আসে কন্যা সন্তান। চলতি বছরের জুনে তাদের বিচ্ছেদ হয়েছে। অন্যদিকে ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি ২০২৩ সালে আলাদা হন। তাঁদের তিন সন্তান জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

Featured