ফরহাদ হোসেন মজুমদার: ছোট পর্দার বড় তারকা তানজিন তিশা। অভিনেত্রী হিসেবে উপহার দিয়েছেন অসংখ্য নাটক। ছোট পর্দার পর ওটিটিতেও মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। অনেক দিন ধরেই তার বড় পর্দায় আসা নিয়ে নানা আলোচনা চলছিল। তার ভক্তরাও অপেক্ষায় ছিলেন তার চলচ্চিত্রে অভিষেকের। এবার সেটিই হতে যাচ্ছে বেশ বড় আয়োজনে। ঢাকাই ছবির সবচেয়ে বড় তারকা শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় দেখা যাবে তাকে। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়ে তার প্রস্তুতিও নিয়েছেন এ তারকা। সিনেমার নাম ‘সোলজার’। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শাকিব ভক্তরাও বিভিন্ন চলচ্চিত্রের পেজে দাবি জানিয়ে আসছিলেন তানজিন তিশার সঙ্গে তাদের প্রিয় তারকার সিনেমা দেখার জন্য। অবশেষে সেটা পূরণ হচ্ছে। এরইমধ্যে শাকিব খান ও তানজিন তিশা জুটির রসায়ন নিয়ে চলছে আলোচনা। জানা গেছে, প্রথম ছবিতে একেবারে ভিন্নভাবে হাজির হবেন তিশা। গ্ল্যামারাস চরিত্রেই তাকে এখানে দেখা যাবে। শাকিবের সঙ্গে একাধিক গানেও রোমান্স করতে দেখা যাবে এ সুন্দরীকে। এদিকে, তানজিন তিশা নিজের লুক কিংবা ছবির বিষয়ে এখনই কথা বলতে চান না। শুটিংয়ের পর ছবির আনুষ্ঠানিক ঘোষণার সময়ই তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন। তবে, পরিচালক সাকিব ফাহাদ জানালেন, শাকিব খান ও তানজিন তিশার কেমিস্ট্রি দারুণ হতে চলেছে। আমরা এরইমধ্যে তাদের লুক সেট করেছি। দারুণ একটি জুটি হয়তো পেতে যাচ্ছে চলচ্চিত্র। আমরা আশাবাদী এটি নিয়ে। এদিকে, সিনেমার শুটিং নিয়ে আগামী সপ্তাহেই ব্যস্ত হবেন তিনি। ফলে এই সময়ে নাটকের শুটিং রাখেননি তিশা। পুরো মনোযোগ এখন শুধু ‘সোলজার’-এ দিতে চান তিনি।
সোলজার’ সিনেমায় তানজিন তিশা

Add Comment