Home » এবার নিজের দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান
বিনোদন

এবার নিজের দেহরক্ষীর ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে অনেকেই পা রেখেছেন চলচ্চিত্র জগতে। এবার পালা নিজের দেহরক্ষী শেরার ছেলে।

সালমান আগেই প্রতিজ্ঞা করেছিলেন তার দেহরক্ষী শেরার ছেলে টাইগারকে বলিউডে আনবেন তিনি। এবার সেটাই করছেন।

এখন পরিচালক ও টাইগারের বিপরীতে নায়িকার খোঁজে রয়েছেন সালমান।

 

জানা গেছে, ইতোমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগও করে ফেলেছেন সালমান। টাইগারকে বলিউডের জন্য প্রস্তুত করাতেও জোর চেষ্টা চালাচ্ছেন।

পিংকভিলার প্রতিবেদন অনুসারে, একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারও নাম এখনও অফিসিয়াল হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা।

২০১৯ সালে টাইগারকে বলিউডে অভিষেক করা নিয়ে সালমানকে বলতে শোনা গিয়েছিল, “শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনও ভালো কিছু খুঁজে পাওয়া বাকি।”

এদিকে, সালমানের ২০১৬ সালের সিনেমা ‘সুলতান’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছে টাইগার।

সালমান এখন ব্যস্ত তার পরের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। ২০২৩ সালের শেষে আসবে ‘টাইগার ৩’। সূত্র: হিন্দুস্তান টাইমস

Featured

চলচ্চিত্র টেলিভিশন ফ্যাশন বিনোদন বিনোদনধারা মঞ্চ লিড নিউজ

বাদল আহমেদ মৃত্যুতে এর বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন সাইফুল এক যৌথ শোকবার্তায়