শাওন আশরাফ: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের ছবি ‘কুলি’ মুক্তির জন্য দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। এই ছবিটি ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের অনেক পছন্দ হয়েছে। ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।এদিকে থালাইভার অ্যাকশন ছবি ‘কুলি’র পাশাপাশি একই দিনে বক্স অফিসে বলিউড অভিনেতা হৃতিক রোশান এবং জুনিয়র এনটিআর-এর ছবি ‘ওয়ার টু’ মুক্তি পেয়েছিল। ফলে শুরু থেকেই আয়ের দিক থেকে দুই সুপারস্টারের ছবির মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘কুলি’ এবং ‘ওয়ার টু’র ৮ম দিনের বক্স অফিস কালেকশন প্রকাশ্যে এসেছে। ৩৫০ কোটি টাকা বাজেটে নির্মিত ‘কুলি’র জন্য রজনীকান্ত ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ।’কুলি’ প্রথম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছিল। বৃহস্পতিবারের প্রাথমিক পরিসংখ্যান সামনে এসেছে। স্যাকনিস্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘কুলি’ ৮ম দিনে ৬ কোটি ২৫ লাখ আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত ছবিটির মোট কালেকশন ২২৯ কোটি ৭৫ লাখ।
এদিকে হৃতিক রোশান এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘ওয়ার টু’। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবির বাজেট ৪০০ কোটি টাকা বলে জানা গেছে। ‘ওয়ার টু’ প্রথম দিনে ৫২ কোটি টাকা আয় করেছিল। ‘ওয়ার টু’ সপ্তম দিনে ৫ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত ছবিটির মোট কালেকশন ২০৪ কোটি ২৫ লাখ।
Add Comment