বিনোদন প্রতিবেদক: তাণ্ডবের পর এবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী। রোমান্টিক-অ্যাকশন ঘরানার বাইরে এবার তিনি নিয়ে আসছেন ভৌতিক সিনেমা, যেটির নাম ‘সেয়ানা’।
সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী, এমনটাই খবর। তবে পরিচালক কালের কণ্ঠকে বলছেন, একটি নতুন ছবির প্রি-প্রোডাকশন নিয়ে এখন ব্যস্ত।তবে ছবিটির নাম ‘সেয়ানা’ নয়।
জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। এরপর ঈদের বাইরে আসন্ন যে কোনো সময়ে মুক্তি পেতে পারে।
সূত্র বলছে, সিনেমাটি দুই ঈদ ছাড়াই মুক্তি দেওয়া হবে, এই লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।এর আগে সিয়ামকে নিয়ে রাফী ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’ নির্মাণ করেছিলেন। সর্বশেষ এই পরিচালকের ‘তাণ্ডব’-এও এই নায়কের ক্যামিও চরিত্র ছিল।
Add Comment