ফারুক হোসেন মজুমদার: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে গেল সাতদিন ধরে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মণি বলেন, আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা চললেও এখনো আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালোও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না। চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন তিনি। জ্বর না কমলে গেল ২২শে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মূলত নৃত্যশিল্পী থেকে চিত্রজগতে পা রাখেন অঞ্জনা। ১৯৭৬ সালে ‘সেতু’ সিনেমা দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন তিনি। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শেষের দিকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন অঞ্জনা। বিভিন্ন প্রচারণায়ও তাকে অংশ নিতে দেখা গেছে।
গুরুতর অসুস্থ অঞ্জনা
8 months ago
1 Views
1 Min Read

Add Comment