Home » নতুন গানে সাথী খান
বিনোদন বিনোদনধারা

নতুন গানে সাথী খান

ফারুক হোসেন মজুমদার:
এ প্রজন্মের সংগীতশিল্পী সাথী খান। এরই মধ্যে তার বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। বাংলা এক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গানচিত্রটি। শিরোনাম ‘আমি বললে দোষ হয়ে যায়’। এর ভিডিও নির্মাণ করেছেন ‘মেন্টাল’খ্যাত চলচ্চিত্র প্রযোজক সাইফুল আলম চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন মামুন আফনান রুমি। সংগীত পরিচালনা করেছেন এসডি সাগর।

Featured