Home » শুরু হচ্ছে ৩৬তম টোকিও চলচ্চিত্র উৎসব
আন্তর্জাতিক বিনোদন বিনোদনধারা

শুরু হচ্ছে ৩৬তম টোকিও চলচ্চিত্র উৎসব

মোঃ সামছুল হুদাঃ

জাপানে শুরু হচ্ছে ৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১ নভেম্বর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

আগামী ২৩ অক্টোবর জাপানে শুরু হচ্ছে ৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

জানা গেছে, জার্মান চলচ্চিত্র নির্মাতা উইম ওয়েন্ডার্সের ‘পারফেক্ট ডেস’ সিনেমাটি প্রদর্শনের মাধ্যমে এবার উৎসবের পর্দা উঠবে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ইয়াকুশো কোজি। চলতি বছর কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি।

টোকিও উৎসবের পর্দা নামবে ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমাটি প্রদর্শনের মাধ্যমে। এবারের আয়োজনে জাপানি বরেণ্য নির্মাতা ইয়াসুজিরো ওজুকে বিশেষভাবে স্মরণ করা হবে। তার ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করবেন আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবার চীনা নির্মাতা ঝাং ইমুকে আজীবন সম্মাননা দেয়া হবে। চীনের চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখায় তাকে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টারের নকশা করা হয়েছে ‘টোকিও স্টোরি’র কাহিনি অনুসরণ করে।

টোকিও হলো বিশ্বের প্রথম সারির ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি। টোকিও তাকারাজুকা থিয়েটারে এর উদ্বোধন হবে। সমাপনী আয়োজন থাকবে তোহো সিনেমাস হিবিয়াতে। এবারও জাপানে বসবাসরত পুরোপুরি আনকোরা একজন পরিচালককে দেয়া হবে ‘টেক ওয়ান অ্যাওয়ার্ড’।

Featured