বিনোদন ডেস্ক
দুই স্ত্রীকে নিয়ে ‘বিগ বস ওটিটি ৩’ এ অংশ নেওয়ার পর থেকে বিতর্কে রয়েছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক। দুই স্ত্রীকে নিয়ে সংসার করায় নানা প্রশ্ন উঠছে তার বিরুদ্ধে। এর মধ্যেই আরও এক নতুন বিতর্কে জড়ালেন তিনি। তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। যা শুনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই ইউটিউবার। ঘটনাটি বেশ কয়েক বছর আগের হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই নাড়া দিয়েছে। সেসময় একটি হোটেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গিয়ে ওঠেন আরমান। কথা কাটাকাটি শুরু হয় তাদের। কৃতিকা দাবি করেন, আরমান তার বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। যা শুনে ছয়তলা থেকে লাফ দেয়ার চেষ্টা করেছিলেন আরমান।
এরপর সেই হোটেলে পৌঁছায় তার প্রথম স্ত্রী পায়েল। স্থানীয় লোকজন ভিড় করতে শুরু করে হোটেলের আশেপাশে। ছয়তলা থেকে লাফ দেয়ার হুমকি দিতে থাকেন আরমান। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আরমান জানান, পায়েলই প্রথম গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আনেন। তিনি দাবি করেন, পায়েল এবং তার দুই বোন নিশা ও সঙ্গীতা তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।
Add Comment