Home » গোপনীয়তায় হস্তক্ষেপ না করার অনুরোধ
আন্তর্জাতিক

গোপনীয়তায় হস্তক্ষেপ না করার অনুরোধ

নানা কারণে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ‘দেবলীনা ভট্টাচার্য। ‘সাথ নিভানা সাথিয়া’তে গোপীর চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন তিনি। এবার এমন গুজবে নীরবতা ভাঙলেন তিনি। সম্প্রতি ‘বিগ বস ১৩’ খ্যাত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি তার গোপনীয়তায় হস্তক্ষেপ না করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। মূলত দেবলীনার একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে তাকে সমুদ্রের তীরে সাদা পোশাকে দেখা যায়। এ ছাড়াও, তার শারীরিক গঠন দেখে অনেকেই অনুমান করছেন যে, তিনি অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানাননি অভিনেত্রী। তবে ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি লিখেন, অনেকে আমার গর্ভধারণ নিয়ে অনেক দিন ধরেই মেসেজ করছেন। আমার জীবনে যখনই এই ধরনের খবর আসবে, আমি নিজে আপনাদের সবার সঙ্গে বিষয়টি শেয়ার করবো। আপাতত, দয়া করে আমাকে বিরক্ত করবেন না কেউ। তিনি আরও লিখেন, আমি গর্ভবতী কিনা তা একবার জানলে কী করবেন? বড় বড় হেডলাইন তৈরি করবেন? কনটেন্ট তৈরি করবেন? নাকি ট্রোল করবেন? বা ২-৩টি সুন্দর কথা বলবেন? তবে বিশ্বাস করুন, আমি এসবের কোনোটির প্রতিই আকৃষ্ট নই। এটি আমার ব্যক্তিগত জায়গা।

Featured