স্টাফ রিপোর্টার
ফিতার ক্যাসেট থেকে শুরু করে এখনো গানে রাজত্ব করে যাচ্ছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ঈদ উৎসবে এবার এ শিল্পী হাজির হচ্ছেন তার নতুন গান ‘জানেমান’ নিয়ে। জিশান খান শুভর কথা ও সুরে এই গানের সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ। ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ গানটি নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি লিখেন, চব্বিশ বছরের জিশান খান শুভ গায়ক হিসেবে পরিচিত। তিন বছর আগে এই জিনিয়াস আমার জন্মদিনে একটা গান উপহার দিয়েছিল তার কথা ও সুরে। সেই গানটি অবশেষে গাইলাম। আদিবের বাবা প্রয়াত সুজাত কবির ছিলেন আমার ক্যারিয়ারের শুরুতে পাওয়া একজন গুণী সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ভালো মানুষ। তিনি আরও জানান, চব্বিশ বছর বয়সী রাজ বিশ্বাস শংকর ট্যালেন্টেড ভিডিও মেকার।
Add Comment