Home » লস এঞ্জেলেসে ১৯৭১ সেই সব দিন চলচ্চিত্র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
আন্তর্জাতিক চলচ্চিত্র

লস এঞ্জেলেসে ১৯৭১ সেই সব দিন চলচ্চিত্র প্রিমিয়ার শো অনুষ্ঠিত

১৯৭১ সেই সব দিন চলচ্চিত্রটি’র লস এঞ্জেলেসের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হল শনিবার ৪ নভেম্বর ২০২৩ নর্থ হলিউড থিয়েটার হলে দুপুর একটায়। উদ্বোধন করেন লস এঞ্জেলেস কন্সাল জেনারেল সামিয়া আন্জুম। আগত চলচ্চিত্রের কলাকুশলীসহ থিয়েটার ভর্তি দর্শকবৃন্দ উপভোগ করে ৭১ এর সেই সব দিনের কাহিনী। অত্যন্ত সফল চলচ্চিত্র। দেখলেই নিয়ে যাবে ৭১ এর বাস্তবতার কাছে। সঠিক তথ্যমূলক চলচ্চিত্র প্রশংসার দাবিদার। ৫ নভেম্বর একই হলে দুপুর ১টায় আবার চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। পরিবার পরিজনসহ ছেলেমেয়েদের নিয়ে ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র দেখার আহ্বান জানান মোহাম্মদ আলী খান

Featured