Home » ঈদের নাটক আজীম খানের “দাদুর বাসর”
বিনোদন লিড নিউজ

ঈদের নাটক আজীম খানের “দাদুর বাসর”

ঈদের নাটক
আজীম খানের দাদুর বাসর
একুশে টিভির ঈদের বিশেষ নাটক
“দাদুর বাসর” নামক একটি অসাধারণ নাটক
নির্মাণ করেছেন সময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক,পরিচালক ও নাট্য নির্মাতা আজীম খান।
“দাদুর বাসর”সম্পর্কে গুণী অভিনেতা আমিনুল হক চৌধুরী বলেন দাদুর বাসর নামক নাটকটিতে নিজের মনের মত করে কাজ করেছি,আমার নাতি থাকে অভিনেতা রিপন গাজী এবং হিরোইন থাকে মৌসুমি মৌ জুটিটি বেশ চমৎকার এবং নাটকটি দীর্ঘদিন মনে রাখার মতো।
নির্মাতা আজীম খান বলেন অসাধারণ একটি গল্পে নির্মাণ করেছি এই নাটকটি আশাকরি দর্শকদের কাছে নাটকটি খুবই ভাল লাগবে,নাটকটি ঈদুল আজহার ৫ম দিনে রাত দশটায় একুশে টিভিতে প্রচার হবে এবং কলের ছবি ইউটিউবে ঈদের ৮ম দিন বিকাল ৩টায় সবাই দেখতে পাবেন,নাটকটি রচনা করেছেন আফজাল আহমেদ,নাটকটি প্রযোজনা করেছেন “লাইফ গোল্ড মিডিয়া” নাটকটিতে আরো অভিনয় করেছেন অনুভব,মোঃ মিজান,লিজা খানম সহ আরো অনেকে।

Featured