Home » সফল ইভেন্ট অর্গানাজার সামছুল হুদায় মুগ্ধ মন্ত্রী
ইভেন্ট লিড নিউজ

সফল ইভেন্ট অর্গানাজার সামছুল হুদায় মুগ্ধ মন্ত্রী

ফারুক হোসেন মজুমদার: শত শত মিউজিক ভিডিও নির্মাণ করে একজন মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে নিজের মেধাকে কাজে লাগালেও এখন ভাবনা শুধু নাটক নির্মাণ নিয়ে। সেখানে নিজেকে পরিপক্ব করে তোলার পর বিনয়ী-ভদ্র নির্মাতা হিসেবে খ্যাত সামছুল আলম সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। আজকের এই দিনে জন্ম নেয়া (১৬ মার্চ) সামছুল আলম নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন। এরই মধ্যে তিনি আল আমিন দূররানীকে নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘গল্পটা মজনুর’। নাটকটি কয়েক দিনের মধ্যেই ‘আর্টবক্স’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে সামছু বলেন, ‘আমার মিডিয়া জগতে কাজ করার ব্যাপারে যে মানুষটি সবার প্রথম ও সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আল আমিন ভাই। তাই তাকে নিয়েই গল্পটা মজনুর নাটকটি নির্মাণ করেছি। যদিও নাটকটি আমার আর্টবক্স চ্যানেলে গেলো ভালোবাসা দিবসে প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু প্রচার হয়নি। কিছু দিনের মধ্যেই নাটকটি আটবক্সে প্রচার হবে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে পরিবারের সাথেই কাটবে। আমার সন্তান আব্দুল্লøাহর জন্য আমার জন্মদিনে বিশেষত দোয়া চাই। আর আগামীতে ভালো ভালো নাটক নির্মাণ করতে চাই। নিজেকে পরিপক্ব করে গড়ে তোলে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখি।’ এ দিকে এরই মধ্যে তারই পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়েছে আজোয়া নিবেদিত ‘গল্পওয়ালা সম্মাননা ও ফ্যাশন শো-২০২৩’। গত ২৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম, মেহজাবিন শো-স্টপার হিসেবে হেঁটেছেন। আবার কণা, ইমরান, জানে আলমসহ অনেকেই গান গেয়েছেন। সম্মাননায় ভূষিত হয়েছেন ফেরদৌস, তারিন, কণা, মিম, মেহজাবিন, সাইমন, মো: রমিনুল হক সায়াদসহ আরো অনেকে।
মুক্তিযোদ্ধা মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক ও আজোয়ার কর্ণধার নূসরাত শারমিনের হাত থেকে তারা এই সম্মাননা গ্রহণ করেন। এমন চমৎকার গোছানো, পরিপাটি একটি অনুষ্ঠান উপহার দেয়ায় অনুষ্ঠানের পরিচালক মো: সামছুল হুদার প্রতি মন্ত্রী মুগ্ধতা প্রকাশ করেন অনুষ্ঠানেই। অনুষ্ঠানে মন্ত্রী সম্মাননা দেয়ার আগে ও পরে বেশ আন্তরিকতা নিয়ে সামছুল হুদার সাথে কথা বলেন।

Featured

আন্তর্জাতিক ইভেন্ট চলচ্চিত্র টেলিভিশন ফ্যাশন বিনোদন বিনোদনধারা মঞ্চ লিড নিউজ সঙ্গীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ফরিদুর রেজা সাগর ও কনা রেজার সাথে বাবিসাস অস্ট্রেলিয়া শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়