বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের বাংলা সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। সেখানে তৈরি হয়েছে তাঁর শক্ত অবস্থান। এবার আর বাংলা ভাষার চলচ্চিত্র নয়। হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সঙ্গীকে। নাম চূড়ান্ত না হওয়া অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবির শুটিং গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। শুটিং হবে কলকাতা ও মুম্বাইয়ে। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এরই মধ্য নাম ঠিক না হওয়া জয়া আহসানের বলিউডি এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে জয়া বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতেও সময় নিইনি। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী রয়েছেন৷ আমি সব সময় অনিরুদ্ধ এবং পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তা–ও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।’
বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র। সম্পাদনা করবেন অর্ঘ্যকমল মিত্র। নাম ঠিক না হওয়া এই ছবিতে জয়া আর পঙ্কজ ত্রিপাঠী ছাড়া আরও অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ অনেকে।
অনুরাগ কাশ্যাপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় ‘সুলতান’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান পঙ্কজ ত্রিপাঠি। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে ‘মিমি’ (২০২১), ‘লুডো’ (২০২০), ‘স্ত্রী’ (২০১৮), ‘মাসান’ (২০১৫) প্রভৃতি। ‘নিউটন’ (২০১৭) ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছেন তিনি। বেশ কিছু ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এর মধ্যে অন্যতম ‘মির্জাপুর’। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘দিল বেচারা’ (২০২০) সিনেমায় কাজ করে লাইমলাইটে আসেন সানজানা সঙ্গী। গত ১ জুলাই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘ওম: দ্য ব্যাটেল উইদিন’। এই তারকার হাতে আরও আছে ‘ধাক ধাক’। এতে তাঁর সহশিল্পী ফাতিমা সানা শেখ ও দিয়া মির্জা। এবার তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন বাংলাদেশের জয়া আহসানকে।
Add Comment