ফারুক হোসেন মজুমদার:একটি অসমাপ্ত জীবন রেখে পৃথিবী থেকে বিদায় নেওয়া নৃত্যজগতে একটি আলোচিত নাম শিপ্রা প্যারিস । আজ ২২ ফেব্রুয়ারি তার প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে অনলাইন স্মরণসভার আয়োজন করে বিনোদন সাংবাদিকদের সংগঠন বাবিসাস । বাবিসাস এর সকল সদস্যরা শিপ্রার নৃত্যজীবনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শিল্পমাধ্যমের সকল ক্ষেত্রে মানুষ বিচরণ করতে চায় খোলা আকাশের নিচে উড়ন্ত পাখির মতো। শিপ্রা প্যারিস ছিলেন তেমনই একজন শিল্পী। বাবা মায়ের উৎসাহের শেষ ছিল না, মেয়ে বড় হয়ে নৃত্যশিল্পী হবে। বাবা দানিয়েল প্যারিস ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব । শিপ্রা ছোটমেয়ে তাই তার সকল আশাপূরণে কোন চেষ্টার ত্রুটি রাখেননি। মেয়েকে ভর্তি করালেন বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে। শিপ্রা সবে স্কুলে যাই যাই করছে। সেই শিপ্রার ছন্দ যার রন্ধ্রে সেকি আর থেমে থাকবে।
সেই থেকে নৃত্যচর্চার শুরু হলো তার। একে বারে দেশ-বিদেশে নৃত্যজগতে চাঁদের অমাবশ্যার মতো জ্বলে উঠলো তার কোরিওগ্রাফ দর্শকের হৃদয়ে মাঝে পূর্ণিমার মতোই উজ্জ্বল। দ্বীপ্ত নৃত্যকলা একাডেমী নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি অল্পসময় দ্বীপ্তকলা একাডেমী মোহাম্মদপুর সার্চ,ইকবাল রোডে, হারবাইদ,বান্দুরা,নবাবগঞ্জ, উত্তরা ও মনিপুরী পাড়া গড়ে তুলেন শাখা।
এরপরই বাবিসাস এ্যাওয়ার্ড ও এজেএফবি স্টার অ্যাওয়ার্ড এর নৃত্যপরিচালক, কোরিওগ্রাফার হিসেবে যোগদান।
অল্পসময় দেশ-বিদেশে থেকে শতাধিক পুরুস্কার, অ্যাওয়ার্ড অর্জন করেন।
টঙ্গী থানায় হারবাইদ গ্রামের উজ্জ্বল নক্ষত্র অনার্স শেষ করেন লালমাটিয়া মহিলা কলেজ থেকে। তার হাসবেন্ড উইলিয়াম হিল্লোল প্যারিস তাদের একমাত্র কন্যা শ্রেষ্ঠা হিয়া প্যারিস ।
গত ২১ জানুয়ারী বাবিসাস অ্যাওয়ার্ড অনু্ষ্ঠান শেষে বাসায় প্রবেশের মুখে হঠাৎ করেই জ্ঞানশূন্য হয়ে পড়লো। ডাক্তার রিপোর্ট দিলেন জিবিআরএস আক্রান্ত । সহজ ভাষায় সমস্ত শরীর অচল। এই দূরারোগ্য ব্যাধির উপযুক্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘ ১মাস আগারগাঁও শহীদ শরওয়ার্দী হাসপাতালের আইসিইউ উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার দ্বারপ্রান্তে এসে কোন রকম সময় না দিয়েই ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে চলে যান শিপ্রা প্যারিস ।
জনপ্রিয় নৃত্যশিল্পী শিপ্রা প্যারিস প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Add Comment