স্টাফ রিপোর্টার: জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধার মা মৌসুমী ও শাবনূরের ভক্ত। তাঁর মা চাইতেন, বড় হয়ে তাঁদের মতো নায়িকা হোক মেয়ে। মায়ের মুখে শুনতে শুনতে মেয়ের মনেও অভিনেত্রী হওয়ার সাধ জাগে। পড়াশোনার পাশাপাশি বাফায় নাচ শিখতে থাকেন। বাসায় ফিরে মৌসুমী-শাবনূরদের গানের সঙ্গে হুবহু নাচতেন। সেই মেয়েকে বন্ধু, পড়শিরা এখন নায়িকা বলেই ডাকেন। এক্সেল ফিল্মস এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর সিকদার প্রযোজিত জাহিদ হোসেন পরিচালিত”সোনার চর”সিনেমার তিনি নায়িকা। চলচ্চিত্রে তিনি স্নিগ্ধা নামেই পরিচিত। স্নিগ্ধা বললেন, ‘আমি কখনোই মৌসুমী, ওমর সানী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম,আবুর হোসেন মজুমদার,শাওন আশরাফকে দেখিনি। কখনোই ভাবিনি, প্রথম সিনেমায় তাঁদের সঙ্গেই অভিনয় করব। শুনেই ভয়ে ছিলাম। তাঁদের কাছ থেকেই আমি সবচেয়ে বেশি শিখেছি এবং সহযোগিতা পেয়েছি ।’
চলচ্চিত্রে তিনি স্নিগ্ধা নামেই পরিচিত
স্নিগ্ধার সোনারচর সিনেমা ছাড়াও কুদরত খুদা প্রযোজিত জাহিদ হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “সূবর্নভূমি” সিনেমারও কেমেরা ক্লোজড হয়েছে। আশা করছে। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে সোনারচর মুক্তি পাবে সারাদেশব্যপী।
মজুমদার ফিল্মস এর নতুন সিনেমা নিয়ে কথা চলছে বলে জানান তিনি। স্নিগ্ধার জন্মদিন তাকে বিনোদনধারার পক্ষথেকে শুভেচ্ছা।
দুই ছবির স্যুটিং শেষ স্নিগ্ধার

Add Comment