Home » ‘অনেকেই বলেছিল, আমাদের সম্পর্কটা টিকবেনা’
আন্তর্জাতিক চলচ্চিত্র বিনোদনধারা লিড নিউজ

‘অনেকেই বলেছিল, আমাদের সম্পর্কটা টিকবেনা’

প্রথমে প্রেমের গুঞ্জন। তবে গণমাধ্যমে কেউই প্রেমের বিষয়টা অস্বীকার করেননি। এরপরই শুরু হয় বিয়ের কানাঘুঁষো। অবশেষে গাঁটছড়া বাঁধছেন বলিউডের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ খ্যাত সিদ্ধার্থ মলহোত্রা। পাত্রী ‘শেরশাহ’র অভিনেত্রী কিয়ারা আদভানি। জল্পনা আগে থেকেই ছিল। এখন সকল প্রস্তুতি সম্পন্ন! সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিড ও কিয়ারা।

কিয়ারা

kiara-advani-finalizes-manish-malhotra-for-her-bridal-lehenga-sidharth-malhotra-looking-over-other-preps-001

Taka-623eef1c111ac

কিয়ারা একটি মন্তব্যে বলেন,‘অনেকেই ভেবেছিল, বলেছিল যে সিদ্ধার্থের সাথে আমার সম্পর্ক নাকি টিকবেনা। দুজন দুজনকে বুঝেছি। ভালোবেসেছি। সেই থেকেই একে অপরকে বলেছি, কোনো ছেলেমানুষি করার জন্য প্রেম নয়। সংসার করতেই প্রেম করেছি। বাকি যারা বলেছেন, তারা হয়ত তাদের নিজ নিজ জীবনের অভিজ্ঞতা বলেছেন। এতে তাদের কোনো দোষ নেই।’

Featured