Home » তানভীর তনু-ইরা শিকদার জুটির “বন্ধু তুই আমার”
চলচ্চিত্র লিড নিউজ

তানভীর তনু-ইরা শিকদার জুটির “বন্ধু তুই আমার”

ফারুক হোসেন মজুমদার: তানভীর তনু, ইরা শিকদার জুটিরসুসংবাদ, একসঙ্গে দেখা যাবে তাদের,ঢাকাই সিনেমার সময়ের আলোচিত চলচ্চিত্র পরিচালক আনোয়ার শিকদার এর “বন্ধু তুই আমার” জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তারা।
চলচ্চিত্র নির্মাতা আনোয়ার শিকদার বলেছেন,
“বন্ধু তুই আমার” অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি। দেশপ্রেমের বিষয়টিও আছে। দর্শকদের কাছে ছবিটি চমৎকার লাগবে।”
“বন্ধু তুই আমার” সিনেমাটি নির্মাণ করেছেন রেনস মাল্টিমিডিয়া । এটি তার প্রথম সিনেমা। সিনেমাটির দ্বিতীয় লটের স্যুটিং চলছে এখন ।
সিনেমাটিতে তানভীর তনু-ইরা শিকদারের সঙ্গে আরও অভিনয় করেছেন আরেক জুটি নিঝুম রুবিনা-অন্তর। এছাড়াও অভিনয় করছেন শাহনুর, বড়দা মিঠু,রেবেকা, শফিক খান দিলু ,দুলারী,সরল হাসমত,জ্যাকি আলমগীর, সুমাইয়া, কৌতুক অভিনেতা শাহিন,সুরাইয়া,মিস্টি সুভাস,প্রাণ রায়সহ অনেকে।

Featured