ফারুক হোসেন মজুমদার:
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বাগান বাড়ী সাভারে মোহনা মুভিজ এর ‘রুখে দাঁড়াও ২’ ছবির ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে খল অভিনেকা গাংগুয়ার অসাবধানতায় মারাত্মক আহত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু।
জানা যায় গত ১০ জানুয়ারি দেবাশিষ সরকার পরিচালিত রুখে দাঁড়াও ২ ছবির, অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন কায়েস আরজু ও খল অভিনেতা গাংগুয়া।
ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নুর নির্দেশনায় ঝুকিপূর্ণ একটি শট নিতে গিয়ে আহত হয়ে জ্ঞান হারায় কায়েস আরজু।
প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে তিনি।
মোহনা মুভিজ প্রযোজিত ছবিটিতে অভিনয় করছেন কায়েস আরজু, তানহা তাসনিয়া,আখিঁ,আশিক চৌধুরী, জয়া,নাদের চৌধুরী, রেবেকা,গাংগুয়া ও কাজী হায়াৎ ।
ক্যামেরায় তপন আহমেদ,মেকাপ সেলিম।
শুটিংয়ে মারাত্মক আহত নায়ক কায়েস আরজু

Add Comment