Home » কবে আসছে ‘কেজিএফ ৩’, জানালেন প্রযোজক বিজয় কিরাগান্দুর
আন্তর্জাতিক চলচ্চিত্র বিনোদন লিড নিউজ

কবে আসছে ‘কেজিএফ ৩’, জানালেন প্রযোজক বিজয় কিরাগান্দুর

‘কেজিএফ’-অভিনেতা যশ

প্রযোজক বিজয় কিরাগান্দুর জানিয়েছেন, ২০২৬ সালে মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার ৩’। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালে। আরও আগে ছবির শুটিংয়ের চিন্তাভাবনা থাকলেও শুটিং শুরু করা যাচ্ছে না পরিচালকের ব্যস্ততার কারণে। ছবির পরিচালক প্রশান্ত নীল এখন তাঁর ছবি ‘সালার’–এর শুটিং নিয়ে ব্যস্ত।

গত বছর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ যখন বক্স অফিসে সাফল্য পায়, তখন নির্মাতারা জানিয়েছিলেন, পরবর্তী ছবি নিয়ে পরিচালক প্রশান্ত নীল ও অভিনেতা যশ নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ‘কেজিএফ’-এর প্রথম ছবি বানানোর সময়ও প্রশান্ত নীল ভাবেননি এই ছবির আরও একটি কিস্তি তিনি বানাবেন। প্রথম ছবির সাফল্যের পর তিনি দ্বিতীয় ছবি নির্মাণ করেন, সেটির সাফল্য ঘোষণ করেন তৃতীয় কিস্তির।

`কেজিএফ: চ্যাপ্টার টু'
সিনেমার পোস্টার

`কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার পোস্টার

‘কেজিএফ’-এর রকি ভাই তথা যশের ৩৭তম জন্মদিন। যশের জন্মদিনকে সামনে রেখে রকি ভাইয়ের ফেরার এই সংবাদ দেন নির্মাতারা। এ ছাড়া যশের আরও একটি ছবি আসবে, যার টাইটেল ‘যশ ১৯’। এ ছবিতে যশের বিপরীত দেখা যবে পূজা হেগড়েকে।

Featured