Home » দেলুপির টিজারে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত-প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?
চলচ্চিত্র টেলিভিশন বিনোদন বিনোদনধারা লিড নিউজ

দেলুপির টিজারে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত-প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?

আলী হোসেন আশিক : প্রকাশ্যে এলো বহুল আলোচিত সিনেমা ‘দেলুপি’ এর টিজার। শুক্রবার বিকেলে মুক্তি পাওয়া মাত্রই মাত্র ২৭ সেকেন্ডের এই ভিডিও তৈরি করেছে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল ও আলোচনা।

টিজারের শুরুতেই দেখা যায়-এক তরুণ দৌড়াচ্ছে গ্রামের নির্জন পথে। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে বাবার উদ্বিগ্ন কণ্ঠ, ‘পার্থ, তুই কনে?’ ছেলেটি জবাব দেয়, ‘বাইরে আছি।’ সঙ্গে সঙ্গে বাবার মুখ থেকে বেরিয়ে আসে এক চমকে দেওয়া খবর, ‘প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?’বিস্মিত পার্থ তখন জিজ্ঞেস করে, ‘প্রধানমন্ত্রী পলাইছে মানে?’

এই সংলাপেই যেন টিজারজুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তার আবহ। সংক্ষিপ্ত এই দৃশ্য দর্শকের মনে জন্ম দেয় নানা প্রশ্ন-দেশে কী ঘটতে যাচ্ছে? এই ঘটনাকে ঘিরেই বা কোথায় পৌঁছাবে গল্পের মূল চরিত্র পার্থ?

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণের পর আবারও বড় পর্দায় ফিরছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। রাজশাহীর প্রেক্ষাপটে নির্মিত ‘শাটিকাপ’ ২০২২ সালে আলোচনায় আসে, আর ‘সিনপাট’ (২০২৪) তাকে আরও পরিচিত করে তোলে নতুন প্রজন্মের নির্মাতা হিসেবে। এবার তাঁর নতুন পরীক্ষা-রাজনৈতিক রোমাঞ্চ ও থ্রিলারে ভরপুর ‘দেলুপি’।

গত সপ্তাহেই ঘোষিত হয়েছিল সিনেমাটির নাম। সেই ধারাবাহিকতায় শুক্রবার প্রকাশিত হলো এর প্রথম টিজার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে ‘ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন’।

নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেলুপি’। আর টিজারের সংলাপেই বোঝা যাচ্ছে, এই সিনেমা দর্শকদের নিয়ে যাবে এক অজানা রাজনৈতিক গোলকধাঁধায়, যেখানে ব্যক্তিগত গল্প মিশে যাবে রাষ্ট্রীয় অস্থিরতার বাস্তবতায়।

Featured