তাজবির হাসান : বিশ্ব সংগীতের গর্ব বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। নিজের সংগীত জীবনের পথচলায় ছয় দশক অর্থাৎ ৬০ বছর পূর্ণ করেছেন। বর্ণাঢ্যময় এ জীবনের অসংখ্য প্রাপ্তি, কোটি কোটি শ্রোতা-দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন তিনি। এখনো প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বিশেষত বাংলাদেশের গায়িকাদের অনুপ্রেরণার নাম রুনা লায়লা।
দেখতে দেখতে এ কিংবদন্তির সংগীত জীবনে ৬০টি বছর পূর্ণ করেছেন। তার এ অর্জন নিয়ে দেশের বেসরকারি একটি টেলিভিশনে ‘স্টার নাইট’ শিরোনামে একটি বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। যেটি আজ শুক্রবার প্রচার হবে। দেশের এ সময়ের জনপ্রিয় ১০ সংগীত তারকা কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকন্যা, সাব্বির, কিশোর, অপু, ইউসুফ বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে রুনা লায়লাকে চমকে দেবেন। শুধু তাই নয়, রুনা লায়লার পরিবার এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক সংগীত ও চলচ্চিত্র তারকা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আবেগাপ্লুত করেছেন জীবন্ত এ কিংবদন্তিকে।
রুনা লায়লার শৈশব-কৈশোর ও সংগীত জীবনের অপ্রকাশিত ছবি এবং অজানা কিছু তথ্য জানা যাবে ‘স্টার নাইট’-এর এই পর্বে। এ আয়োজনে উপস্থিত হওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘বেশ কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম। অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে এসেছি। দেশে ফিরেই এ আয়োজনে অংশগ্রহণ করা। আমার সংগীত জীবনের ৬০ বছরপূর্তিতে বিশেষ এ আয়োজনের পরিকল্পনা, সেট ডিজাইন, কেকসহ সবকিছুই আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
Add Comment