Home » থিয়েটার আমাদের ভাবনা ফিরে আসার জায়গা-জাহিদ হাসান
মঞ্চ

থিয়েটার আমাদের ভাবনা ফিরে আসার জায়গা-জাহিদ হাসান

ফারুক হোসেন মজুমদার: ৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র-শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নাট্যদলটি। ১০ অক্টোবর ছিল নাট্যকেন্দ্রের পঞ্চদশ প্রযোজনা ‘পুণ্যাহ’ মঞ্চায়ন।

১১ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রীতিসম্মিলন ও কথোপকথন। উপস্থিত ছিলেন তারিক আনাম খান, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মোশাররফ করিম, ইউসুফ হাসান অর্ক, ইকবাল বাবু, সাইফ আহমেদ প্রমুখ।

তারিক আনাম খানের সঞ্চালনায় নাট্যকেন্দ্র নিয়ে স্মৃতিচারণা করেন দলের সদস্য ও অতিথিরা।

নাট্যকেন্দ্র নিয়ে তারিক আনাম খান বলেন, ‘থিয়েটার আমাদের ভাবনা ফিরে আসার জায়গা, ভালো লাগার জায়গা, বেঁচে থাকার জায়গা, আমার ওই অনুভূতির জায়গা; যেখান থেকে মনে হবে, আমি বেঁচে আছি। প্রতি মুহূর্তে নিজেদের নতুন করে আবিষ্কার করতে চেয়েছি।’

নাট্যকেন্দ্রের পথচলা নিয়ে জাহিদ হাসান বলেন, ‘দেখতে দেখতে ৩৫টি বছর পার হয়ে গেল নাট্যকেন্দ্রের। এই দীর্ঘদিনের পথচলা কারও একার চেষ্টায় নয়, অনেকের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে। আমরা একটা সময় পর্যন্ত এগিয়ে নিয়ে গেছি, এরপর আরেকটা প্রজন্ম এসেছে, তারা কিছুদূর এগিয়ে নিয়ে গেছে।

মোশাররফ করিম বলেন, ‘৩৫ বছর হলো আমাদের নাট্যকেন্দ্রের। এর সঙ্গে আমার জীবনের সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে আছে। আরও বহু বছর আমাদের এই পথচলা অব্যাহত থাকবে বলে মনে করি।’

Featured

আন্তর্জাতিক ইভেন্ট চলচ্চিত্র টেলিভিশন ফ্যাশন বিনোদন বিনোদনধারা মঞ্চ লিড নিউজ সঙ্গীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ফরিদুর রেজা সাগর ও কনা রেজার সাথে বাবিসাস অস্ট্রেলিয়া শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

চলচ্চিত্র টেলিভিশন ফ্যাশন বিনোদন বিনোদনধারা মঞ্চ লিড নিউজ

বাদল আহমেদ মৃত্যুতে এর বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন সাইফুল এক যৌথ শোকবার্তায়