শাওন আশরাফ :চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও চম্পা। পেশার বাইরেও এ দু’জন সব সময়ই পারিবারিকভাবেও যোগাযোগ রক্ষা করতেন। পর্দার নায়ক ব্যক্তি জীবনে চম্পাকে বোন এবং বন্ধু হিসেবে দেখেন। চম্পাও ইলিয়াস কাঞ্চনকে বড় ভাই এবং বন্ধু হিসেবে শ্রদ্ধার জায়গায় স্থান দেন। ইলিয়াস কাঞ্চন এখন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন। চম্পা নিয়মিতই তার খোঁজখবর নিচ্ছেন। দুইদিন আগেও ভিডিও কলে কাঞ্চনের পরিবারের সঙ্গে এ অভিনেত্রীর কথা হয়েছে বলে জানালেন মানবজমিনকে। চম্পা বলেন, কাঞ্চন ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। তিনি আমার ফোন পেয়ে দারুণ খুশি হয়েছেন। কাঞ্চন ভাই বলেছেন, সত্যি করে বলতে মনে মনে তোমার একটি ফোনকলের অপেক্ষা করেছি। আমার এই বিপদের সময় তুমি যে খবর নিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা প্রসঙ্গে চম্পা বলেন, খুবই দুঃখজনক বিষয়। কাঞ্চন ভাই কিন্তু গত চার বছর ধরে এই রোগে ভুগছেন। তার পরিবার এ বিষয়টি জানতো এবং কাঞ্চন ভাইকে চিকিৎসা নেয়ার জন্য অনুরোধ করতো। কিন্তু তিনি বরাবরই ব্যস্ততা দেখিয়ে বিষয়টি গুরুত্ব দিতেন না। উনার মতো সাহসী যোদ্ধার কাছে রোগের প্রতি উদাসীনতা সত্যি আমাকে কষ্ট দিয়েছে। চম্পা আরও বলেন, শুটিং বলেন কিংবা পারিবারিক জীবন- তিনি অনেক বড় বড় বিপদের সঙ্গে যুদ্ধ করেছেন এবং বিজয়ী হয়েছেন। আমি আশা রাখি ও দোয়া করি, কাঞ্চন ভাই এবারো যুদ্ধে জয়ী হয়ে ফিরবেন। উনার মতো এত ডিসিপ্লিন জীবন খুব কম লোকই পালন করেন। উনি শুটিং স্পটে খুব নিয়মমাফিক খাওয়া-দাওয়া এবং চলাফেরা করতেন। আল্লাহ্র রহমত ও অগণিত ভক্তের দোয়ায় তিনি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন- এটাই প্রার্থনা করি।
সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন কাঞ্চন ভাই- চম্পা
5 hours ago
4 Views
2 Min Read

Add Comment