তাজবির হাসান : রিশভ শেট্টি পরিচালিত ও অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ১’ বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। মুক্তির মাত্র ১১ দিনের মধ্যেই ছবিটি ৪০০ কোটির ঘর পার করে ফেলেছে। এভাবেই এটি ছাড়িয়ে গেছে রাজামৌলির ব্লকবাস্টার ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং প্রভাস-পৃথ্বীরাজ অভিনীত ‘সালার: পার্ট ১ সিজফায়ার’ এর ভারতের মোট আয়কেও।
ছবিটি দ্বিতীয় সপ্তাহান্তে দারুণ ব্যবসা করেছে। শনিবার ও রবিবার দুই দিনেই আয় প্রায় ৩৯ কোটি রুপি। ফলে মোট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৪৩৭.৬৫ কোটি টাকা।
প্রথম সপ্তাহেই ‘কান্তারা চ্যাপ্টার ১’ আয় করেছিল ৩৩৭.৪ কোটি টাকা, যার মধ্যে হিন্দি সংস্করণে এসেছে ১০৮.৭৫ কোটি, আর কন্নড় সংস্করণে ১০৬.৯৫ কোটি।
চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ এক্সে লিখেছেন, কান্তারা চ্যাপ্টার-১ সুপারহিট! দ্বিতীয় শনিবারে ১০২% প্রবৃদ্ধি এসেছে, যা এর জনপ্রিয়তার প্রমাণ… হিন্দি সংস্করণে মহারাষ্ট্র অঞ্চলের অবদান সবচেয়ে বেশি। আজই এটি ₹১৫০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে।
২০২৫ সালের সবচেয়ে সফল কন্নড় ছবি এখন ‘কান্তারা চ্যাপ্টার ১’। এটি ইতিমধ্যে ‘সু ফ্রম সো’ (১২৫ কোটি রুপি) -এর রেকর্ড ভেঙেছে। পাশাপাশি পিছনে ফেলেছে রাম চরণের ‘গেম চেঞ্জার’ ও সালমান খানের ‘সিকান্দার’কেও।
৪০০ কোটি রুপির গণ্ডি পার করার পর ‘কান্তারা চ্যাপ্টার ১’ ভারতের আয় হিসেবে ‘সালার’ (৪০৬.৪৫ কোটি রুপি) এবং ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (৪২০ কোটি রুপি) -এরও ওপরে উঠে গেছে।
রিশভ শেট্টির পরিচালনায় নির্মিত এই ছবিটি মূলত ‘কান্তারা’ (২০২২)-এর প্রিক্যুয়েল। এতে অভিনয় করেছেন রিশভ শেট্টি, জয়ারাম, রুক্মিণী বসন্ত ও গুলশান দেবাইয়া।
২০২৪ সালে রিশভ শেট্টি ‘কান্তারা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান। একই বছর ছবিটি জিতে নেয় সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কারও।
এনডিটিভির সমালোচক সাইবল চ্যাটার্জি লিখেছেন, কান্তারা: এ লেজেন্ড – চ্যাপ্টার ১ ইতিহাস, পুরাণ, সিনেমাটিক কৌশল আর অভিনয়ের এক বিস্ময়কর মিশ্রণ। কিছু জায়গায় জটিল হলেও, মিলেমিশে গেলে এটি নিঃসন্দেহে মন কাড়ে।
Add Comment