শাওন আশরাফ: প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
লিটল মিস ক্যাওস (ওয়েব ফিল্ম)
অভিনয়: সাদনিমা বিনতে নোমান, সাদ সালমি নাওভী, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল
মুক্তি: চরকি (৯ অক্টোবর)
গল্পসংক্ষেপ: বিশ্ববিদ্যালয়পড়ুয়া কয়েক তরুণ-তরুণীর গল্প উঠে এসেছে এতে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ইরা গল্পের মূল চরিত্র। খুবই ফ্যাশনেবল এই তরুণীর জীবন নানা জটিলতায় ভরা। ইরার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে মারুফ। সচ্ছল পরিবারের সন্তান হলেও মারুফ নিজে কিছু করতে চায়। তাই লেখাপড়ার পাশাপাশি ফুড কার্টে খাবার বিক্রি করে সে।ওয়ার ২ (হিন্দি সিনেমা)
অভিনয়: হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি
মুক্তি: নেটফ্লিক্স (৯ অক্টোবর)
গল্পসংক্ষেপ: র এজেন্ট কবীর ফিরে এসেছে, আর এবার তার মিশন আরও বড়। সম্ভাবত তার জীবনের সবচেয়ে কঠিন মিশন। কবীর (হৃতিক রোশন) ও বিক্রম (জুনিয়র এনটিআর) বন্ধু থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কবীরের মেন্টর কর্নেল লুথরা তাকে আদেশ দেয়, গণতন্ত্রবিরোধী কালী নামের গ্রুপটাকে খুঁজে বের করার।
দ্য লাস্ট ফ্রন্টিয়ার (ইংরেজি সিরিজ)
অভিনয়: জেসন ক্লার্ক, ডমিনিক কুপার, হ্যালি বেনেট
মুক্তি: অ্যাপল টিভি প্লাস (১০ অক্টোবর)
গল্পসংক্ষেপ: কারাবন্দীদের বহন করা একটি বিমান হঠাৎ বিধ্বস্ত হয়। এর ফলে ভয়ংকর অপরাধে অভিযুক্ত কয়েক ডজন বন্দী পালিয়ে যায়। এ ঘটনার তদন্ত করতে আসে মার্শাল অফিসার ফ্রাঙ্ক রেমনিক। তার মনে হতে থাকে, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং কোনো নিখুঁত পরিকল্পনার অংশ।ওয়ার ২ (হিন্দি সিনেমা)
অভিনয়: হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি
মুক্তি: নেটফ্লিক্স (৯ অক্টোবর)
গল্পসংক্ষেপ: র এজেন্ট কবীর ফিরে এসেছে, আর এবার তার মিশন আরও বড়। সম্ভাবত তার জীবনের সবচেয়ে কঠিন মিশন। কবীর (হৃতিক রোশন) ও বিক্রম (জুনিয়র এনটিআর) বন্ধু থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কবীরের মেন্টর কর্নেল লুথরা তাকে আদেশ দেয়, গণতন্ত্রবিরোধী কালী নামের গ্রুপটাকে খুঁজে বের করার।
দ্য লাস্ট ফ্রন্টিয়ার (ইংরেজি সিরিজ)
অভিনয়: জেসন ক্লার্ক, ডমিনিক কুপার, হ্যালি বেনেট
মুক্তি: অ্যাপল টিভি প্লাস (১০ অক্টোবর)
গল্পসংক্ষেপ: কারাবন্দীদের বহন করা একটি বিমান হঠাৎ বিধ্বস্ত হয়। এর ফলে ভয়ংকর অপরাধে অভিযুক্ত কয়েক ডজন বন্দী পালিয়ে যায়। এ ঘটনার তদন্ত করতে আসে মার্শাল অফিসার ফ্রাঙ্ক রেমনিক। তার মনে হতে থাকে, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং কোনো নিখুঁত পরিকল্পনার অংশ।
Add Comment