Home » সায়মন তারিক এর বিবর
চলচ্চিত্র বিনোদনধারা সঙ্গীত

সায়মন তারিক এর বিবর

তাজবির হাসান ঃ
জমকালো আয়োজনে হয়ে গেল ১০০ মাল্টিমিডিয়া লিমিটেড এর প্রযোজনায় মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক) পরিচালিত বিবর নামে চলচ্চিত্র এর গান রেকডিং।
পলক হাসানের সুরে সালাউদ্দিন সাগর লেখনি কন্ঠ দান এ প্রজন্মের তারকা মিলন ও সানজিদা রিমি। কম্পোজার ফরহাদ।
প্রযোজক – আশরাফুল ইসলাম জুয়েল।
চিত্রগ্রাহক – মাসুম পারভেজ সবুজ
কাহিনী – দেওয়ান নাজমুল
কাহিনী চমকপ্রদ ও সংলাপ – বাবুল রেজা
অভিনয় শিল্পী – শিপন, মিষ্টি জান্নাত শাকিবা,জান্নাত আফরিন,কামরুল ইসলাম বাহার আলমগীর কবির,নাবিলা চৌধুরী,সিমু লিজা, সোনিয়া সুলতানা সানজিদা কামিজ শাওন আশরাফ ও ওমর মালিক প্রমুখ।
একটি সায়মন তারিক টিম এন্ড ব্রাদার্স চলচ্চিত্র।

Featured