তাজবির হাসান : জীবনমুখী দুই সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার। এরমধ্যে জন্ম পরিচয়হীন এক শিশুর জীবনগল্প নিয়ে সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’, অন্যটি ট্রাভেল অ্যাডভেঞ্চারধর্মী গল্পে নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’।
পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘বান্ধব’ সিনেমা ঢাকার জিঞ্জিরার লায়ন সিনেমাস ও উত্তরার দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটারে দেখা যাচ্ছে। আর ঢাকার বাইরে চারটি প্রেক্ষাগৃহে চলছে। এগুলো হচ্ছে রাজশাহীর গ্রান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, ফরিদপুরের বনলতা সিনেমা, মাদারীপুরের মিলন সিনেমা ও কুলিয়ারচরের রাজ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান।
‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার নির্মাতা নাসিম সাহনিক বলেছেন, ঢাকা ও ঢাকার বাইরে ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমা। এর মধ্যে রয়েছে পাঁচটি মাল্টিপ্লেক্স। সেগুলো হচ্ছে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, গ্রান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স ও আনন্দ সিনেপ্লেক্স। ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানার সিনেমা এই সিনেমায় অভিনয় করেছেন আব্দুন নূর সজল, শিরিন শিলা, কায়েস আরজু প্রমুখ।
‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমাটি কুয়াকাটার সমুদ্রপাড়ে কিছু ব্যাচেলর গ্রুপের ছুটির কাহিনী দিয়ে শুরু হয়। পুরো সিনেমায় তারা সমুদ্রের সৌন্দর্য, পাহাড়ি অ্যাডভেঞ্চার এবং একে অপরের সঙ্গে বন্ধুত্বের মুহূর্ত উপভোগ করবে। তবে এই আনন্দময় মুহূর্তের মধ্যে উদ্ভূত হয় রহস্য ও বিপদ।
মুক্তি পেল দুই সিনেমা

Add Comment