Home » ফের বাবা হলেন আরবাজ, কাকা হলেন সালমান খান
আন্তর্জাতিক

ফের বাবা হলেন আরবাজ, কাকা হলেন সালমান খান

তাজবির হাসান : বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমানের খানের বাড়িতে খুশির আমেজ। ৫৯ বছর বয়সেও এখনো ‘সিঙ্গেল’ তিনি, করেননি বিয়ে। তবে তার বাড়িতে আনন্দ উৎসব তার ভাই আরবাজ খানের বদৌলতে, ফের বাবা হয়েছেন এই প্রযোজক-অভিনেতা।

জানা গেছে, আজ রবিবার (৫ অক্টোবর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরবাজের স্ত্রী সুরা খান।এখন মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। খুশির খবরে প্রকাশ্যে আসতেই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। এর আগে গতকাল মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রযোজকের স্ত্রী, এক দিন পরেই এলো সুখবর।
২০১৭ সালে মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৩ সালে মেকআপ শিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান।কিছুদিন আগেই সুরা খানের স্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো খান পরিবার। এদিন পরিবারের লোকজন ছাড়াও বেশ কয়েকজন বলিউড এবং টেলিভিশন তারকাও উপস্থিত ছিলেন। স্বাদের জন্য সুরা খান একটি লম্বা হলুদ পোশাক পরেছিলেন।বলা ভালো, ‘পাটনা শুক্লা’ নামের একটি ছবির সেটে প্রথম পরিচয় হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই শুরু বন্ধুত্ব এবং পরবর্তীকালে প্রেম। অবশেষে শুভ পরিণয় এবং আপাতত নতুন সদস্যের আগমন।

Featured