Home » সাফা কবির প্রস্তুত বড় পর্দায় কাজ করার জন্য
চলচ্চিত্র বিনোদনধারা

সাফা কবির প্রস্তুত বড় পর্দায় কাজ করার জন্য

ফারুক হোসেন মজুমদার: কিছুদিন আগেই নিজের জন্মস্থান বরিশালে নাটকের শুটিং করে ফিরেছেন সাফা কবির। নিজের এলাকায় শুটিং করে বেশ আত্মতৃপ্তি নিয়েই রাজধানীতে ফেরেন। এরপর আর কোনো শুটিংয়ে অংশ নেননি ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

জানালেন, ভিন্নধর্মী কিংবা মনের মতো গল্প পাচ্ছেন না।যার কারণে কাজের সংখ্যাও এখন কমিয়ে দিয়েছেন অনেকটা। ভালো গল্প না পাওয়া পর্যন্ত বিরতিতে থাকতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।
গল্প নেই, তাই বিরতিতে

“এখন যে গল্পগুলো আসে, বেশির ভাগই একই প্যাটার্নের বা ট্রেন্ডি। এখন থ্রিলার, সাসপেন্স গল্পে কাজ হচ্ছে বেশি। এর বাইরে ভিন্নধর্মী গল্প খুবই কম। সর্বশেষ ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ দুটো কাজ থেকে দর্শকের অনেক অনেক প্রশংসা, দারুণ দারুণ সব মন্তব্য পেয়েছি। এই দুটোর মতো কিছু পাচ্ছি না, এখনের গল্পগুলো সেভাবে টানছে না আমাকে। তাই ভেবেছি, আপাতত কিছুদিন বিরতিতে থাকব, যতক্ষণ না ভালো গল্পের কিছু পাই।

দর্শকেরাও চায় তাকে ভিন্নভাবে, ভিন্ন ভিন্ন গল্পে দেখতে। থ্রিলার, সাসপেন্স গল্পের সুন্দর রোমান্টিক গল্পে নিজেকে আবারও নতুন রূপে আবিষ্কার করতে চান বলে জানান সাফা। সোজাসাপ্টা উত্তর—ভালো গল্পের অপেক্ষায় আছি।

Featured