Home » ‘নির্মাতারা শুধু আইটেম গানের জন্যই ডাকেন’, আক্ষেপ নাসরিনের
চলচ্চিত্র বিনোদন বিনোদনধারা

‘নির্মাতারা শুধু আইটেম গানের জন্যই ডাকেন’, আক্ষেপ নাসরিনের

ফারুক হোসেন মজুমদার: ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আজ রবিবার এফডিসিতে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পুরাতন শিল্পী।

এফডিসিতে জাহির হয়ে খানিক আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী নাসরিন। সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, কিছু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেও কাজ করেছেন।তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আইটেম গানের সঙ্গে নাচ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। যার কারণে আজও তার পরিচয় ‘আইটেম গার্ল’।
অভিনয়ে দেখা যায় না কেন—জানতে চাইলে নাসরিন গণমাধ্যমকে বলেন, ‘আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নির্মাতারা ঘুরে-ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন।তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে। এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সে রকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চান না কেউ।’
১৯৯২ সালে ‘অগ্নিপথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাসরিন।

Featured