Home » এক যুগ পর পর্দায় ফিরছেন ‘মার্শাল কিং’ ছবিতে সাহারা
চলচ্চিত্র বিনোদন বিনোদনধারা লিড নিউজ

এক যুগ পর পর্দায় ফিরছেন ‘মার্শাল কিং’ ছবিতে সাহারা

ফারুক হোসেন মজুমদার: অনেক ব্যবসাসফল ছবির অভিনেত্রী সাহারা। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন। তবে ২০১৩ সালে বিয়ে করে টা-টা দেন চলচ্চিত্রকে। সেই থেকে সংসার নিয়ে মনোযোগী অভিনেত্রী।দীর্ঘ এক যুগ পর আবার চলচ্চিত্রে ফিরলেন সাহারা। মাসুম পারভেজ রুবেলের ‘মার্শাল কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর নায়কও রুবেল। ১ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করেছেন সাহার।রুবেল বলেন, ‘সাহারাকে নিয়ে নতুন ছবি শুরু করলাম। এবার দর্শকের জন্য নতুন কিছু আসতে চলেছে। এর আগেও সাহারার সঙ্গে ছবি করেছিলাম। তখন সে নতুন ছিল।

আমার মনে হয়, দীর্ঘদিন পর পর্দায় সাহারাকে দেখতে দর্শক ভিড় জমাবে।’
সাহারা সর্বশেষ ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে সাহারার সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান।

Featured