শাওন আশরাফ:‘বাজারে নিয়ে আসলাম, এই কলা নিবেন’- এ কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন কুদ্দুস বয়াতি।
ছবিতে দেখা যায়, তার পরনে জিন্সের প্যান্ট, গায়ে গেঞ্জি ও মাথায় গামছা বাঁধা। একটি বড় সিলভারের থালায় করে বেশ কিছু দেশীয় কলা নিয়ে স্থানীয় বাজারের গলিতে ঘুরছেন তিনি।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সংগীত শিল্পী কুদ্দুস বয়াতির ওই পোস্টে নেটিজেনদের অনেকই মন্তব্য করেছেন।কামরুল হাসান নামে একজন লিখছেন, ‘নিয়াম, কত কইর্যা আলি?’
Add Comment