Home » সিনেমা ছাড়ার ইঙ্গিত দিলেন অনন্ত জলিল
চলচ্চিত্র বিনোদন বিনোদনধারা

সিনেমা ছাড়ার ইঙ্গিত দিলেন অনন্ত জলিল

ফরহাদ হোসেন মজুমদার: আরেকবার শেষ করে মুখস্থ করবে। একজনের বয়স ১০ বছর, আরেকজনের সাড়ে ৭ বছর। বর্ষা যখন প্রথম প্রেগন্যান্ট হয়, তখন আমরা নিয়ত করেছিলাম আমাদের বাচ্চাকে মুফতি বানাবো ইনশাআল্লাহ্‌, ওরা মদিনাতে পড়াশোনা করবে। ইসলামিক মাইন্ডে রাখবো। সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল বলেন, আমার দুই ছেলে মানারাতে পড়ে। ওখানে ইংলিশের সঙ্গে অ্যারাবিক পড়ে। জোহর নামাজের পর ওদের ছুটি দেয়া হয়। বাসায় এসে খাওয়া-দাওয়া শেষে ওদের টিচার আসে, পরে আবার মাদ্রাসায় চলে যায়, আবার এশার নামাজের পর বাসায় আসে। ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে- এটা দেখতে ভালো লাগবে না। আমিও চাইবো না, আমার বাচ্চারা ইসলামিক পড়াশোনা করবে আর আমরা সিনেমা করবো। ২০১০ সালে নিজের প্রযোজনায় অনন্ত জলিল প্রথম সিনেমায় অভিনয় করেন। অনন্ত ও বর্ষা দম্পতি জুটি অভিনীত ‘দ্য স্পাই’, ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাগুলো নির্মাণাধীন। যেখানে ভারতীয় জনপ্রিয় অভিনেতারাও আছেন।

Featured