ফারুক হোসেন মজুমদার : লোকেশ কানাগরাজের আসন্ন সিনেমা ‘কুলি’ নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরানার এই সিনেমাতে বাজেট ও পারিশ্রমিকের অঙ্ক এমন উচ্চতায় পৌঁছেছে, যা ভারতীয় সিনেমায় নতুন রেকর্ড গড়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস বলছে, ‘কুলি’র নির্মাণ বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণার জন্য অতিরিক্ত ২৫ কোটি বরাদ্দ রাখায় মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৭৫ কোটি।ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, এই সিনেমাটিতে অভিনয়ের জন্য রজনীকান্ত নিয়েছেন ১৫০ কোটি রুপি। তবে টাইমস অব ইন্ডিয়ার আরেক প্রতিবেদনে এই অঙ্ক আরো বেশি ২৮০ কোটি বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ছবির পরিচালক লোকেশ কানাগরাজের পারিশ্রমিক ৫০ কোটি বলে জানাচ্ছে।চমকপ্রদ খবর হলো, সিনেমাটিতে ১৫ মিনিটের প্যাওয়ার-প্যাকড ক্যামিওর জন্য আমির খান নিয়েছেন ২৫-৩০ কোটি রুপি।অন্যদিকে নাগার্জুনা নিয়েছেন প্রায় ২৪ কোটি রুপি এবং গানে বিশেষ উপস্থিতির জন্য পূজা হেগড়ে প্রায় ২ কোটি পরিশ্রমিক নিয়েছেন। তবে শ্রুতি হাসান, সত্যরাজ, উপেন্দ্র নির্দিষ্ট পরিশ্রমিকের অঙ্ক প্রকাশ হয়নি, তবে মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।
‘কুলি’ সিনেমাটির প্রযোজনা করেছে হাভি সিনেমাস এবং আর্স প্রডাকশনস। গল্প ও সংলাপ রচনা করেছেন পরিচালক লোকেশ কানাগরাজ নিজেই।
রজনীকান্তের সিনেমায় ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সিনেমাটি নির্মিত এবং এটি অ্যাকশন থ্রিলার ঘরানার, যেখানে নায়ক হিসেবে তিনি একজন সাধারণ ‘কুলি’ অর্থাৎ শ্রমিক চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
Add Comment