বিনোদন ডেক্স: দেশীয় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। গত কয়েক বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে তার ব্যস্ততা একটু বেশি কেটেছে। তবে এখন তিনি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের এলাকায় ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই নায়ক।
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। ১৭ ডিসেম্বর থেকে পিরোজপুরে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে।
বহুল আলোচিত মৌসুমী, জায়েদ খান, ওমর সানি অভিনীত সোনার চর সিনেমার শেষ পর্বের স্যুটিং চলছে পিরোজপুরের মনোরম লোকেশনে। জাহাঙ্গীর সিকদার প্রযোজিত, জাহিদ হোসেন পরিচালিত, এক্সেল ফিল্মস এর সোনার চর। এছবিতে আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, শাওন আশরাফ, শবনম পারভিন, নবাগতা স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, পাপিয়া মাহি, শিউলি ও শিখা কর্মকার । আজ থেকে চলছে শেষ লটের স্যুটিং। গানের কোরিওগ্রাফার হিসেবে আছেন একে আজাদ, ক্যামেরায় রিপন খান, মেকাপ মানিক, পোষাক মনির, প্রধান সহকারী পরিচালক সাঈদ, ফাইট ডিরেক্টর আরমান।
‘মাতৃত্ব’ সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপর ‘লীলামন্থন’ সিনেমার কাজ শেষ করেন। যদিও নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।
Add Comment