ফারুক হোসেন মজুমদার:‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’তে শ্রীলেখা মিত্রের চরিত্রে অভিনয় করছেন মৌ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, আগের ছবিতে চরিত্রটির নাম প্রীতি থাকলেও এবার নাম বদলে সানজানা করা হয়েছে। তবে, গল্প একই আছে। ছোটবেলায় প্রথম ‘হঠাৎ বৃষ্টি’ দেখেছিলাম। এরপর আরও কয়েকবার দেখা হয়েছে। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরুর পর ভাবতাম এমন গল্পের যদি একটা ছবিতে কাজ করার সুযোগ পেতাম। অবশেষে সেটা পেলাম।
মৌ খানের স্বপ্ন পূরণ
2 months ago
3 Views
1 Min Read

Add Comment