পাঠান সিনেমার একটি গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এমন অভিযোগ এনে এবার বিহারের মুজাফফরপুরে বলিউড অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছে।
স্থানীয় আইনজীবী সুধীর ওঝা আদালতে মামলার আবেদন করেন। ৩ জানুয়ারি এই আবেদনের শুনানি শুরু হবে।
ওঝা বলেছেন, ‘পাঠানের গান বেশরম রঙ আপত্তিকর এবং এটা হিন্দু অনুভূতিতে আঘাত হেনেছে।’
বেশরম রঙ গানটি রিলিজ হওয়ার পরই ভারতের কিছু এলাকায় সমালোচনা শুরু হয়।
বিশেষ করে ভারতের মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে এই গানের বিরুদ্ধে জনরোষ দেখা দিয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও এই গানের সংশোধন দাবি করেছেন।
সূত্র: এনডিটিভি
Add Comment