বিনোদন প্রতিবেদক: অসাধারণ কন্ঠ মাধুর্যে সুরের মোহনীয় ইন্দ্রজাল বিস্তার করে মাটি ও মানুষের শিল্পী প্রয়াত বারী সিদ্দিকী’র প্রায় বিশটি কালজয়ী গান পরিবেশন করে ব্যাপকভাবে প্রশংসায় ভাসলেন বহুমুখী প্রতিভার আলোকে আলোকিত গুণী কণ্ঠশিল্পী প্রিন্স আলমগীর।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী এবং বিশিষ্ট জনেরা প্রিন্স আলমগীরের গানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রিন্স আলমগীরের গানের প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউল সম্রাট শফি মন্ডল, সুপার হিরো ডি এ তায়েব, শিল্প উদ্যোক্তা ফিরোজ হায়দার খান, আব্দুল মতিন খান, মীর গোলাম ফারুক, চ্যানেল এস -এর পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব আল মামুন অপু, গীতিকার ও সুরকার আশরাফ ফারুক, কণ্ঠশিল্পী শাহনাজ বেলী, কবি শিহাব রিফাত আলম, গীতিকবি ইকবাল হায়দার ও শেখ কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি গীতিকার আশরাফ ফারুক তাঁর লেখা এবং সুরারোপিত “সুখ নাইরে পাগল” শিরোনামের একটি আধ্যাত্মিক ভাব সঙ্গীত প্রিন্স আলমগীরের হাতে তুলে দেই, যা খুব শিগগিরই প্রিন্স আলমগীরের কন্ঠে রেকর্ড করা হবে বলে তিনি জানান।
পরে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং গুণীজনদের বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুপার হিরো ডি এ তায়েব।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গীতিকার রবিউল হাসান এবং কণ্ঠশিল্পী তামান্না হক।
হৃদয়স্পর্শী সঙ্গীতের মূর্চ্ছনায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন গুণী কণ্ঠশিল্পী প্রিন্স আলমগীর

Add Comment