খবর অনলাইন: বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সারা আলি খান। বর্তমানে সুন্দরী নায়িকাদের মধ্যে একজন হলেও কয়েক বছর আগে এমনটা ছিলেন না। ছিলেন যথেষ্ট মোটা। ৯২ কেজি থেকে বর্তমানে ৫২ কেজিতে এসে দাঁড়িয়েছেন সারা। এই চেহারা পেতে বেশ আত্মত্যাগ করতে হয়েছে তাকে। ভালো লাগার খাওয়া ছেড়ে ডুব দিতে হয়েছিল মেপে দেয়া খাবারে। সেই সঙ্গে প্রতিনয়ত শরীরচর্চা। বলিউডের নবাব সাইফ আলি খানের কন্যা তিনি। নবাব পরিবারের রক্ত তার শরীরে। তবে তিনি নাকি চুরি করে খাবার খান। সারাকে নিয়ে এমনই তথ্য ফাঁস করলেন তার বন্ধু ওরি। এক সাক্ষাৎকারে তিনি জানান, একবার বিদেশে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে ওরির গারলিক নান খেয়ে নেন সারা। ওরি বলেন, গোটা বাড়িতে কোনো খাবার নেই ওই একটাই নান ছিল সেটাও সারা খেয়ে নেয়। সেদিন বাথ রোল থেকে শুরু করে ব্যাটারি অনেক কিছু চুরি করে নিয়ে এসেছে সারা। বেশ কিছু বছর আগে কপিল শর্মার শোয়ে এসে সারা নিজে স্বীকার করেন বিনামূল্যে জিনিস পেতে তার ভালো লাগে। হ্যান্ডওয়াশ থেকে প্রসাধনী সবই বিনামূল্যে পেতে ভালো লাগে। তবে চুরি করে। শুধু পয়সা খরচ করতে নারাজ নবাব-কন্যা।
সারা আলি খানর গোপন তথ্য ফাঁস
11 months ago
2 Views
1 Min Read

Add Comment